পটুয়াখালীর দুমকি উপজেলায় নতুন বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন বই না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও কোনো বিদ্যালয়ে তা সম্ভব হয়নি।
উপজেলার প্রাণকেন্দ্র দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবক বইয়ের জন্য অপেক্ষা করলেও বই পৌঁছায়নি। বিদ্যালয়টি বই বিতরণের প্রস্তুতি নিলেও উপজেলা শিক্ষা অফিসে বই না আসায় বিতরণ সম্ভব হয়নি।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা রানী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ইভা, আবিদ ইসলাম এবং নবম শ্রেণির ইসরাত জাহান মার্জিয়া ও জান্নাতুন নেছা জানান, বছরের শুরুতে নতুন বই পাওয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছেন। দ্রুত বই না পেলে তাদের পড়াশোনায় সমস্যা হবে বলে আশঙ্কা করেন তারা।
অভিভাবক নাজমুন নাহার বলেন, “সন্তানদের পড়ার টেবিলে বসাতে বই না থাকলে অসুবিধা হবে। আমরা দ্রুত বই দেওয়ার দাবি জানাই।”
দুমকি আপতুননেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহামুদা আখতার হেপি বলেন, “নতুন বই দিতে না পারায় আমরা দুঃখিত। তবে শিগগিরই বই বিতরণ করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন জানান, “পটুয়াখালী জেলায় এখনও বই পৌঁছায়নি। আশা করছি, দ্রুতই বই আসবে এবং তা বিতরণ করা হবে।”
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, “জেলায় বই আসতে কিছুটা দেরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই বই পাওয়া যাবে। বই আসা মাত্র তা উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম