মো:আল-আমিন (পটুয়াখালী): যৌতুক ও অপরাধ মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
গত বুধবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা হলেন, সিআর ১০৬৯/২৩ যৌতুক নিরোধ আইনের আওতায় উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের প্রয়াত বারেক ফরাজীর ছেলে সোহাগ ফরাজী (৩০)।
অপর এক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থানার মামলা নম্বর ৫১ (৪) ০৫ পরিপ্রেক্ষিতে একই উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের আাইয়ুব আলী হাওলাদারের ছেলে মো. জাহাঙ্গীর হাওলাদার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে গতকাল পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে।