পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট অবশেষে ১৪ দিন পর পুনরায় চালু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।
গত ১৬ ডিসেম্বর, পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় সঞ্চালন লাইন সংস্থাপনের কাজের জন্য কেন্দ্রটি বন্ধ করা হয়। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে বর্তমানে প্রথম ইউনিট পুনরায় চালু করা হয়েছে।
তবে, এখনো কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ উৎপাদনের বাইরে রয়েছে। সেটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর শিগগিরই দ্বিতীয় ইউনিট চালু হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত। এটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।