শিরোনাম

পটুয়াখালীর বড় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

Views: 45

মো: আল-আমিন (পটুয়াখালী): অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বড় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের শুভ সূচনা করলেন পটুয়াখালী বড় জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর সভাপতি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) মসজিদ সংলগ্ন পুরাতন আদালত মাঠে  বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় বড় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন বড় জামে মসজিদ ওয়াকফ স্টেটের সদস্য সচিব সদর উপজেলার নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মসজিদ ওয়াকফ এস্টেটের সহ-সভাপতি পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মাহাবুবুল আলম ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু প্রমুখ।

প্রকাশ্য, ১৯০৮ সালে স্থাপিত বড় জামে মসজিদটি ঝুঁকিপুর্ণ হয়ায় প্রায় তিন বছর আগে প্রাক্তন জেলা প্রশাসক কামাল হোসেন মসজিদটি পুনঃনির্মার্ণের জন্য ভেঙ্গে দিয়েছিলেন। দীর্ঘদিন পর মসজিদের ওয়াকফ স্টেট এর জমি সংক্রান্ত আইনি জটিলতা নিরসন করে বর্তমান জেলা প্রশাসক নূর কুতুবুল আলম মসজিদ ওয়াকফ স্টটের নতুন কমিটি করে  ছয়তলা বিশিষ্ঠ বড় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী ঘোষনা দিয়ে  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *