পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।
বগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মনির হোসেন। তিনি বিএনপির শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর ও উন্নত উপজেলায় পরিণত করব।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা। সভায় সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধা।
বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদান তুলে ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তারা জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করার আহ্বান জানান।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত জনগণকে মুগ্ধ করে।