বরিশাল অফিস :: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে মেয়র পদে ৬ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তার বড় ভাই আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ হলেও বাদ পড়েছেন বর্তমান মেয়রের সহধর্মিণী মারজিয়া আক্তার। এছাড়া মো. এনায়েত হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে।
সাধারণ সদস্য কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ৪১ জন বৈধ হয়েছেন এবং সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন প্রার্থীর মধ্যে ১৫ জনই বৈধ।
বৈধ মেয়র প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, তার বড় ভাই আবুল কালাম আজাদ, সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম এবং নাসির উদ্দিন খান।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ১৫ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং সাধারণ সদস্য কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ৪১ জন বৈধ হয়েছে।
এদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।
আচরণবিধি না মেনে শো-ডাউন করে মনোনয়নপত্র দাখিল ও ব্যানার পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিন আলাল ও মো. চাঁনু খা, মো. শফিকুল ইসলাম এবং মো. বেল্লাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে; যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এবারের নির্বাচনে পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৭৫০ এবং দুই জন আছেন হিজরা ভোটার। পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৫ হাজার ৫৫৫ জন নতুন ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।