শিরোনাম

পটুয়াখালী আদালত চত্বরে আসামিদের ওপর হামলা, আহত ২

পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে হাজিরা দিতে এসে হামলার শিকার হয়েছেন মামলার আসামিরা। বাদীপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়ে ইট ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে দুইজন গুরুতর আহত হন। বুধবার (স্থানীয় সময় দুপুর ১২টা) জেলা আইনজীবী সমিতির প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন মো. সোহাগ মিয়া ও মো. জামাল। এদের মধ্যে গুরুতর আহত সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মরহুম মাহবুবুর রহমান তালুকদারের ভাতিজা এবং কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় অংশ নেওয়া সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। হামলাকারীরা ঘটনাস্থলে থাকা লোকজনের মোবাইল ফোন চেক করে এবং ভয়ভীতি দেখিয়ে ছবি ও ভিডিও মুছে ফেলতে বাধ্য করে।

আহত সোহাগ মিয়ার বড় ভাই মো. আল-আমিন জানান, ২০১২ সালে ছাত্রদল নেতা মো. জিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এ সময় বাদীপক্ষ ও তাদের সমর্থকরা তাদের ওপর চড়াও হয় এবং ইট ও লাঠি দিয়ে হামলা চালায়। হামলায় সোহাগ মিয়ার হাঁটু থেতলে দেওয়া হয় এবং জামালসহ আরও কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন,
“আদালত চত্বরে এমন ন্যক্কারজনক হামলা দুঃখজনক। আহতদের চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। হামলার পর তাদের চোখ বেঁধে বসাকবাজার এলাকায় নিয়ে যাওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটতে পারে।”

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম বলেন,
“আদালত চত্বরে এমন হামলা খুবই নিন্দনীয় ও দুঃখজনক। আদালত এলাকায় মানুষের নিরাপত্তা থাকা উচিত।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান,
“আমরা হামলার খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।”

এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print