পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্পের অধিগ্রহণকৃত জমি বেপজা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোড়ালিয়া মৌজায় এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী সংস্থা বেপজার পরিচালনা কমিটির সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুর রহমান,প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম।
আরো পড়ুন : পায়রা বন্দরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক জানান, পটুয়াখালী ইপিজেড পূর্নাঙ্গ চালু হলে এখানে প্রায় এক হাজার ৫৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। প্রতি বছর এখান থেকে এক হাজার ৮৬০ মিলিয়ন ডলার আয় হবে। বিদেশি বড় বড় কোম্পানি পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগ করার জন্য উম্মুখ হয়ে আছে।