পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর থমথমে হয়ে উঠে সারাদেশের পরিস্থিতি। ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্ক বিরাজ করে পুলিশ বাহিনীর মধ্যে। এমন পরিস্থিতিতে থানা পুলিশসহ সড়কের দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশকেও। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।
এদিকে উপকূলীয় অঞ্চলে সার্বিক নিরাপত্তায় দায়িত্বে আছে বাংলাদেশ কোস্ট গার্ড। কেউ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ কোস্ট গার্ডে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পটুয়াখালী উপকূলীয় অঞ্চলের জনসাধারণ যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ডের এই নম্বারে যোগাযোগ করতে পারবেন।