পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারের লাল বৃত্তের একাংশ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের লাল বৃত্তের একাংশ দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে। অনুমানিক বৃহস্পতিবার রাতে এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থাণীয়রা।
স্থাণীয়রা জানিয়েছেন, পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারটি ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে তৈরি করা হয়েছে। এটির সাথে সংযুক্ত করা হয়েছে সূর্যের মত দেখতে লাল বৃত্ত। রাতে যখন এই এই লাল বৃত্তের মধ্যে আলোকসজ্জা করা হয় তখন দেখতে আকর্ষনীয় হয়ে ওঠে। কিন্তু কিছু মাদকসেবী দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে এই লাল বৃত্তের একাংশ পরিকল্পিতভাবে ভেঙ্গে ফেলেছে।
স্থাণীয় বাসিন্দা এবং ব্যবসায়ী সোহেল জানিয়েছেন, এই ঝাউতলা প্রাঙ্গনে অনেক মানুষ ঘুরতে আসে। তাদের মধ্যে কেউ পরিকল্পিত ভাবে এমন কাজ করতে পারে।
এদিকে অনেকে অভিযোগ করেছেন কিছু মাদবসেবী এমন কাজ করেছেন।
এমন কর্মকান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালীর সচেতন নাগরিকরা।
ইয়ুথ পাওয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কে.এম জাহিদ হোসেন বলেন, আমাদের পটুয়াখালীতে এখন মানুষ ঘুরতে আসে। এমন ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওয়াতায় নিয়ে আসা উচিৎ।
তবে এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম বলেন, আমাদের টহল টিমের সদস্যরা সার্বক্ষনিক ঝাউতলা প্রাঙ্গনে টহলরত অবস্থায় থাকে। শহিদ মিনারের আশপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।