শিরোনাম

পটুয়াখালী জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা

Views: 56

বরিশাল অফিস: সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও দুইটি বড় প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ শতশত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা নদীতে এক হাজার ৪২ কোটি টাকা ব্যয়ে ২য় সেতু, পটুয়াখালী সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দপ্তরের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে কয়েকশত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় পটুয়াখালী জেলাকে গৃহহীন মুক্ত ও বাউফল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড আফজাল হোসেন, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও পটুয়াখালী-০২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামিলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *