Views: 36
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গলাচিপার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈন উদ্দিন। তিনি পটুয়াখালী জেলার ৮টি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
বিভিন্ন ক্যাটাগরিতে, তথা শিক্ষার মান নিশ্চিতকরণ, শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তাকে নির্বাচিত ঘোষণা করেছে জেলা বাছাই কমিটি।
জেলা শিক্ষা অফিসার মোল্লা বকতিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন তিনি বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও অংশ গ্রহণ করার সুযোগ পাবেন।