বরিশাল অফিস :: জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ৪ ফেব্রুয়ারি ঘোষাণা করা হয়েছে।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আনছার আলী কর্তৃক ঘোষিত তফসিলে রয়েছে- ১১ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টা হতে দুপুর ২.৩০টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ এবং বিকাল ৩ ঘটিকায় মনোনয়নপত্র বাছাই ও বিকাল ৪টায় বৈধ প্রার্থীগণের তালিকা প্রকাশ।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং বিকাল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টায় প্রতিদ্বন্দী প্রার্থীগণের পরিচিতি সভা।
২৯ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন আলহাজ্জ অ্যাডভোকেট আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।