শিরোনাম

পটুয়াখালী জেলা জামায়াতের আমিরের বাসায় ডাকাতি

Views: 34

পটুয়াখালী জেলা জামায়াতের আমিরের বাসায় ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা জামায়াতের আমির ও গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো: শাহ আলমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘবদ্ধ একটি ডাকাত দল সুকৌশলে বাসায় প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের চার সদস্যকে বন্দী করে। এ সময় তার বাসা থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা ও আসবাবপত্র নিয়ে যায়।

গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি জেনেছি।’

উল্লেখ্য, সর্বশেষ পটুয়াখালী জেলা আইনশৃঙ্খলা সভায় পটুয়াখালী জেলা জামায়াতের আমির মো: শাহ আলম উপস্থিত ছিলেন। সেখানের নির্দেশনা অনুযায়ী তিনি গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগনকে সতর্ক করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *