শিরোনাম

পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর

Views: 11

পটুয়াখালীর দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৪০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই শীতবস্ত্র হস্তান্তর করা হয়। কম্বল গ্রহণ করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নেজারত ডেপুটি কালেক্টর মো. মশিয়ুর রহমান। এছাড়া আশা’র পটুয়াখালীর ডিএম লিটন চন্দ্র বিশ্বাস, আরএম মো. আব্দুল মান্নান, এসই মো. ইউসুফ আলী, জেলা অডিটর মো. আব্দুস ছালাম এবং এমএসএমই ব্রাঞ্চ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত, যাতে তীব্র শীতে কোনো শীতার্ত মানুষ কষ্ট না পায়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *