Views: 42
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরার ‘সোনার তরী’ দল।
শনিবার বিকাল ৪টায় শহরঘেষা লাউকাঠী নদীতে খেয়াঘাট থেকে শুরু হয়ে ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের যাত্রায় রানার্স আপ হয়েছে মাগুরার এলাকার ‘মায়ের দোয়া’ এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের ‘শিতলা তরী’।
আরো পড়ুন : পটুয়াখালীতে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
সন্ধ্যায় ডিসি লঞ্চঘাটে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।