পটুয়াখালী প্রতিনিধি :: ‘ফ্রিল্যান্সিং শিখুন, ক্যারিয়ার গড়ুন’ স্লোগানে পটুয়াখালীতে জেলা প্রশাসনে ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় কোর্সটি বাস্তবায়ন করবে স্থানীয় প্রতিষ্ঠান ইকম ডিজিটাল টেকনলোজি।
বুধবার (১০ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তফা কামাল।
আরো পড়ুন : পটুয়াখালীতে ঋণ বকেয়ার অভিযোগে নারী নেত্রী গ্রেপ্তার
পটুয়াখালী প্রান্তে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এস.এ.এম. রফিকুন্নবী।এ ছাড়াও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্চের বিল্লাহ, পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল সহ সহকারী প্রোগ্রামার ও প্রশিক্ষণ বাস্তবায়ন প্রতিষ্ঠান ইকম ডিজিটাল টেকনলোজি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় এই কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী, সাংবাদিক, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।