মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, সিভিল সার্জন মোঃ কবির হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন আর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল কুমার বসু, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন ধর্মীয় নেতারা।
সভায় আগামী দূর্গা পূজার সার্বিক প্রস্তুতি, পূজা মন্ডপে মাইক এবং বাদ্য যন্ত্রের ব্যবহারে বিষয় আরও সচেতন থাকার বিষয়ে আলোচনা করা হয়েছে ।