শিরোনাম

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান

Views: 47

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভার ১৩০ বছরে এই প্রথম পৌরসভাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২১০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ১৫ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গণে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষাবৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রাক্তন কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় মেধাবী শিক্ষার্থী বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সাবেক অডিটর জেনারেল রাধেশ্যাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো. বাবুল হোসেন, অভিভাবক মো. তোফাজ্জেল হোসেন, অভিভাবক মো. আসাদুজ্জানান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল।

আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর মো. নিজামুল হক, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, কাউন্সিলর মো. শাহরিয়াহ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আল আমিন, সামিয়া আক্তার অন্তি, মো. হাসিবুল আহসান ও তানজিলা আক্তার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *