চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তাঁর ভাই আরেক প্রার্থী আবুল কালাম আজাদের আজ মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হবে। ঋণখেলাপির অভিযোগে তাদের মনোনয়ন বাতিল চেয়ে জেলা প্রশাসকের দপ্তরে আপিল করেছেন আরেক মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে দু’পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম রায় দেবেন।
এর আগে যাচাই-বাছাইয়ে মহিউদ্দিন ও আবুল কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এরপরে দু’জনকে ঋণখেলাপি অভিযুক্ত করে মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে চিঠি দিয়েছেন পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন দি ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পটুয়াখালী শাখা থেকে ২৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আবুল কালাম আজাদ। তাঁর ছোট ভাই মহিউদ্দিন আহমেদ জামিনদার। ২০২২ সালের ১৬ অক্টোবর ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আবুল কালামকে ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাগাদা দিলেও সাড়া পাননি। আইন অনুযায়ী, জামিনদার হিসেবে ঋণের দায় মহিউদ্দিন আহমেদের ওপর পড়েছে। ঋণ খেলাপির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ দুই ভাইয়ের মনোনয়ন বাতিল চেয়েছে।