শিরোনাম

পটুয়াখালী পৌর নির্বাচন: আপিলে দুই ভাইয়ের পার্থীতা বৈধ

Views: 77

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও তাঁর ভাইয়ের প্রার্থীতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার মধ্য দিয়ে উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে যা নগর ছাপিয়ে চায়ের কাপে ঝড় তোলে দেশজুড়ে।

তবে আপিল শুনানিতে প্রার্থীতা বহাল থাকায় স্বস্তি ফিরেছে মেয়রের শিবিরে। আর স্বভাবতই আশাহত হয়েছেন সাবেক মেয়র ও তার অনুসারীরা।

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের বাতিল করা প্রার্থী ও প্রার্থিতা চ্যালেঞ্জের আপিল শুনানিতে ৫ জনের মধ্যে ৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এ শুনানি করেন।

শুনানিতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বাতিল হওয়া দুজন মেয়র ও একজন সাধারণ কাউন্সিলরের মধ্যে মেয়র মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী মার্জিয়া আক্তারের প্রার্থিতার বাতিল আদেশ বহাল রেখে অপর একজন মেয়র ও একজন কাউন্সিলরের প্রার্থিতা বহাল রাখেন।

এরা হলেন: মেয়র প্রার্থী মো. এনায়েত হোসেন ও কাউন্সিলর প্রার্থী মো. নিজাম উদ্দীন।

অপর দিকে বর্তমান মেয়র ও তার ভাই আবুল কালাম আজাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে অভিযোগেরও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এ দুজনের প্রার্থিতা জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন।

শুনানিতে প্রার্থীসহ আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তার ভাই আবুল কালাম আজাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভায় নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *