শিরোনাম

পটুয়াখালী পৌর নির্বাচনে মহিউদ্দিনের জয়

Views: 100

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৯টি ওয়ার্ডের মোট ২৪টি কেন্দ্রের ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫৫২ ভোট।

পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে  ইভিএমের মাধ্যমে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চার জন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *