মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৪ সালের এক বছর মেয়াদি কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাফর খান ও সাধারণ সম্পাদক পদে জাকারিয়া হৃদয় নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ও সদস্য পদে মো. মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, আফরিন জাহান নিনা, স্বপন ব্যানার্জী, চিন্ময় কর্মকার নির্বাচিত হন।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কর্মকর্তা ডা. সঞ্জীব দাশের নির্দেশক্রমে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান।