শিরোনাম

পটুয়াখালী পৌর শহরে যুব অধিকার পরিষদের ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

Views: 31

পটুয়াখালী পৌর শহরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রকাশিত এই কমিটির স্বাক্ষর করেন জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

নতুন কমিটিতে মো. রিয়াজুর রহমান আহ্বায়ক এবং মো. আল-আমিন হোসেন সুমন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম হাওলাদার, মো. আব্বাস খান, মো. সাজ্জাদ হোসেন সাজু, মো. নুরুন্নবী, মো. মিজান আকন, মো. জুয়েল তালুকদার, মো. মনির হোসেন, মো. ইকবাল হোসেন, মো. আতিক, মো. মেহেদী হাসান, মো. আব্দুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস গাজী, তুহিন আকন, মোসাঃ আফরোজা আইরিন, নাঈম ফকির।

যুগ্ম-সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান আশিক, হেলাল আহমেদ রিপন, মাসুদ রানা, জহিরুল ইসলাম, রিয়াজ খান, জলিলুর রহমান সোহেল, মানিক গাজী, কামরুজ্জামান রিপন, নাসির উদ্দিন, আরাফাত তালুকদার ও সাকুর মাহমুদ। এছাড়া ১৯ জনকে যুগ্ম সদস্য সচিব হিসেবে এবং ২৩ জনকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পৌর আহ্বায়ক মো. রিয়াজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার ও সদস্য সচিব আল-আমিন হোসেন সুমন দৈনিক জনবাণী প্রতিবেদককে বলেন, “তরুণ-যুবরাই সমাজের অগ্রভাগে থাকে। দেশের গণতন্ত্র ও বাক-স্বাধীনতা বর্তমানে সংকটের মুখে। এই সংকট থেকে দেশকে মুক্ত করার নেতৃত্ব তরুণ-যুবসমাজই দিতে পারে। এজন্য প্রয়োজন একটি সংগঠিত তরুণ-যুবসমাজ এবং সময়োপযোগী একটি রাজনৈতিক যুব সংগঠন। এই উপলব্ধি থেকেই আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *