শিরোনাম

পটুয়াখালী সহ ৩৪ জেলার জেলা প্রশাসক পদে রদবদল

Views: 32

পটুয়াখালী প্রতিনিধি :: দেশে পটুয়াখালী সহো আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আবু হাসনাত মোহাম্মদ আরেফীন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এর নিরীক্ষা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গতকাল সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে দুই দিনে ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে।

৩৪ জেলার নতুন ডিসির তালিকা—

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *