শিরোনাম

পটুয়াখালী সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা সাপ উদ্ধার

Views: 17

পটুয়াখালীর কলাপাড়ায় একটি দাঁড়াশ সাপ এবং তিনটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে ‘অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া’ সংগঠনের সদস্যরা। স্থানীয় সাপুড়িয়া রোকনুজ্জামান সাপগুলো ধরা অবস্থায় ছিলেন। গত ১১ নভেম্বর রাত ১০টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে দাঁড়াশ সাপটির দৈর্ঘ্য ছিল ৬ ফুট এবং পদ্ম গোখরা সাপটির দৈর্ঘ্য ছিল ৩ ফুট। সংগঠনের টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপ দুটির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং সাপুড়িয়াকে মুচলেকা নিতে বলা হয়েছে যে, ভবিষ্যতে আর সাপ ধরবেন না। পরে তাকে মুক্তি দেয়া হয়।

রাকায়েত আহসান আরও জানান, দাঁড়াশ সাপটি নির্বিষ এবং কৃষকদের জন্য উপকারী, কারণ এটি ফসলের ক্ষতিকর পোকামাকড় খায়। অপরদিকে, পদ্ম গোখরা বিষধর এবং মানুষের জন্য বিপজ্জনক।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস এবং সিরাজুল ইসলাম। সংগঠনটি সাপুড়িদের সচেতন করতে কাজ করে যাচ্ছে, যাতে সাপ ধরার ঘটনা কমে আসে এবং পরিবেশের ক্ষতি না হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *