বরিশাল অফিস :: পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহিব্বুর রহমান মহিব নির্বাচিত হয়ে।
আজ (রবিবার) সন্ধ্যা থেকেই রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মহিব্বুর রহমান মহিব পেয়েছেন ৬০৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিনবারের এমপি এবং প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৫৭৬ ভোট।
এছাড়াও সতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল ইসলাম লিটন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭৩২, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫০, কংগ্রেস মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৩ এবং জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮১ ভোট।