বাংলা চলচ্চিত্রের অমর সৃষ্টি ‘পথের পাঁচালি’র দূর্গা চরিত্রের বিখ্যাত অভিনেত্রী উমা দাশগুপ্ত আর নেই। আজ (১৮ নভেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালি’ যারা দেখেছেন, তারা কখনো ভুলতে পারেন না ছোট্ট দূর্গার সেই প্রাণবন্ত অভিনয়। এই সিনেমার প্রতিটি দৃশ্যে উমা দাশগুপ্তের অভিব্যক্তি ছিল অনবদ্য। ছোটবেলায় ক্ষেতের মধ্যে ছুটে চলা, কিংবা বৃষ্টিতে ভেজার দৃশ্যগুলো আজও দর্শকদের মনে অমলিন।
উমা দাশগুপ্তের অভিনয় জীবনের শুরু স্কুলের থিয়েটার থেকে। স্কুলে তার অভিনয় দেখে মুগ্ধ হন সত্যজিৎ রায়। তখনই তাকে বেছে নেন পথের পাঁচালির দূর্গা চরিত্রের জন্য। সেই প্রথম ছবিতেই তিনি জায়গা করে নেন বাংলা সিনেমার ইতিহাসে।
কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন উমা দাশগুপ্ত। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও, ফের মারণব্যাধি ফিরে আসে তার জীবনে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানেন তিনি।
পথের পাঁচালির পর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। নিজের মতো করে সংসার জীবন কাটিয়েছেন তিনি। তার একটি কন্যা সন্তান রয়েছে। রূপালী দুনিয়ার ঝলকানি থেকে দূরে থাকতে ভালোবাসতেন উমা দাশগুপ্ত।
এর আগে বেশ কয়েকবার উমা দাশগুপ্তের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এমনকি শোনা গিয়েছিল তিনি বৃদ্ধাশ্রমে ছিলেন। তবে সেইসব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছিল। এবার তার মৃত্যুর খবর সত্যি হল। মাত্র ১৪ বছর বয়সে মানুষের মনে জায়গা করে নেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী আজ চিরবিদায় নিলেন।