শিরোনাম

পদ্মা সেতুর পরও বরিশালে কেন গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্পকারখানা?

Views: 42

বরিশাল অফিস ::  পদ্মা সেতু চালুর দুই বছর পার হলেও বরিশালে গড়ে উঠেনি কাঙ্ক্ষিত শিল্পকারখানা। আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে ব্যবসার বিস্তার ঘটছে না বলে অভিযোগ বিনিয়োগকারীদের। এ অবস্থায় দ্রুত সব অংশীজনের সমন্বয়ে বরিশালকে ব্যবসাবান্ধব জোন হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রশাসনের।

পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে বরিশালে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হলেও, এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি ব্যবসা খাতে। বিভাগের ছয় জেলার বিভিন্ন জায়গায় নামি-দামি কোম্পানি জমি কিনে রাখলেও, শুরু করতে পারেনি ব্যবসায়িক কার্যক্রম।

ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঋণ না পাওয়া, সরকারি বিভিন্ন দফতরের প্রয়োজনীয় কাগজপত্র দিতে গড়িমসিসহ আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে চাইলেও ব্যবসা করতে পারছেন না তারা। সব অংশীজনের সমন্বয় ছাড়া ব্যবসাবান্ধব বরিশাল গড়া অসম্ভব বলেও দাবি তাদের।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক নিজাম উদ্দিন বলেন, ‘আমরা চাই বরিশালে শিল্প কলকারখানা গড়ে তুলতে। কিন্তু জটিলতার শেষ নেই এখানে। প্রতি মুহুর্তে বাধার সম্মুখীন হতে হয় ব্যবসা করতে এসে। বরিশালকে ব্যবসাবান্ধব করে গড়ে তুলতে সবার সমন্বয়ের কোনো বিকল্প নেই।’

বরিশাল চেম্বার অব কমার্সের তথ্যমতে, বিভাগের ছয় জেলায় ছোট-বড় মিলিয়ে ১ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে আরও তিন শতাধিক প্রতিষ্ঠান।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, সরকারি বিভিন্ন অফিসের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে দক্ষিণাঞ্চলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, ‘বরিশালের প্রতিটি অফিসে কোনো না কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার আছে। এর ফলে চাইলেও অনেক সময় ব্যবসায়ীরা সফল হতে পারেন না। নানা জটিলতায় পড়তে হয় তাদের। এসব থেকে বের হতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা যদি এক হয়ে কাজ করেন তাহলে কেউ দুর্নীতি করে টিকতে পারবে না।’

সোনালী ব্যাংকের বরিশাল সিএন্ডবি রোড শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, সোনালী ব্যাংক হাজার হাজার কোটি টাকা লোন দেয়। ব্যবসায়ীরা যেসব অভিযোগ করছে তার কোনো ভিত্তি নেই। প্রয়োজনীয় ডকুমেন্টস দিলে অবশ্যই লোন পাবেন তারা।

অন্যদিকে বরিশালকে ব্যবসাবান্ধব জোন হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *