পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পবিপ্রবিতে পৌঁছে তারা চলমান উন্নয়ন প্রকল্পসমূহ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, দশতলা ছাত্র ও ছাত্রী হল, জিমনেসিয়াম, প্রফেসর কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই দলে উপপরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রতিনিধিদের স্বাগত জানান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, প্রকল্পের উপপরিচালক মো. মুহাইমিনুল আলম ফাইয়াজ এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউজিসির প্রতিনিধিদল বর্তমান উপাচার্যের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, উন্নয়ন প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে।