শিরোনাম

পবিপ্রবিতে নিয়মিত উপস্থিতির জন্য পুরস্কার ঘোষণা

Views: 29

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ঘোষণা করেছেন যে, যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সততার সাথে কাজ করবেন, তাদের ভবিষ্যতে পুরস্কৃত করা হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “আপনারা যে ধর্মেরই অনুসরণ করুন, কোনো ধর্মই অসৎ উপায়ে অর্থ উপার্জনকে সমর্থন করে না। আপনাদের এখন একটাই রাজনৈতিক দল, তা হলো আপনার কর্মস্থল পবিপ্রবি।” তিনি বলেন, “যদি আপনি কর্মস্থলে সততার সাথে কাজ করেন, তাহলে সবার মাঝে গর্বের সাথে বলতে পারবেন যে আপনি সৎ পথে উপার্জন করছেন।”

এসময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইখতিয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ।

স্বাগত বক্তব্যে আইকিউএসির উপপরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মাসুদ বলেন, “দিবসব্যাপী অনুষ্ঠিত এই জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে অর্ধশতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।”

অধ্যাপক কাজী রফিকুল ইসলাম বলেন, “নিজের ভুলের ব্যাপারে যদি কেউ আমাকে পরামর্শ দেন, তাহলে আমি তা গ্রাহ্য করব। আমাদের কাজকে আমরা পরিবারের কাজের মতো আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *