পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চার দিনব্যাপী বরিশাল বিভাগীয় “কোর্স ফর রোভার মেট” ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা ও রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান। এছাড়া দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদও এ অনুষ্ঠানে অংশ নেন। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় রোভার প্রতিনিধি ও কোর্স লিডার অধ্যাপক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফ। এ কোর্সে বরিশাল বিভাগের ছয়টি জেলার রোভার স্কাউটসের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তার ছাত্রজীবনের রোভার স্কাউটসের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “আমি রোভার স্কাউটসের প্রেসিডেন্ট এওয়ার্ডস প্রাপ্ত। রোভার স্কাউটস একজন মানুষকে স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।”
চার দিনব্যাপী এই কোর্সটি বাংলাদেশ স্কাউটস ও পটুয়াখালী জেলা রোভারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এটি রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।