পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে ভূয়া নামফলক স্থাপন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন ও সাবেক ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের নাম সংযুক্ত করে নতুন একটি উদ্বোধনী ফলক বসানো হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সেমিনার লাইব্রেরির উদ্বোধন করেছিলেন। তবে, ২০২০-২০২৪ মেয়াদে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুসারী বলে পরিচিত অধ্যাপক ড. মো. নুরুল আমিন করিডোরে স্থাপিত সেমিনার লাইব্রেরিতে নতুন করে ভিসি ও নিজের নামে ফলক বসান।
সাবেক দুই ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ এবং ড. আব্দুল আহাদ বিশ্বাস এ বিষয়ে বলেন, তাদের সময় লাইব্রেরি উদ্বোধন হয়নি এবং বর্তমান ডিনের সময়ে এটি উদ্বোধনের বিষয়েও তারা কিছু জানেন না। বিষয়টি জানার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
বর্তমান ডিন ড. মো. নুরুল আমিন এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে মুঠোফোন কেটে দেন।
সাবেক ভিসি ড. স্বদেশ চন্দ্র সামন্ত নিশ্চিত করেছেন, তার সময়ে এ লাইব্রেরি উদ্বোধন হয়নি। কেন তার নাম ফলকে দেয়া হয়েছে, তা তিনি জানেন না।
বর্তমান ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিয়ে অবগত নন বলে জানান এবং এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
নামফলক স্থাপনের এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই বিষয়টিকে নৈতিকতা ও পেশাদারিত্বের পরিপন্থী বলে অভিহিত করছেন।