শিরোনাম

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Views: 7

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ।

পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপ-উপাচার্য ও ট্রেজারার পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *