শিরোনাম

পবিপ্রবির হলের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

Views: 12

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র রেজিস্ট্রারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রস্তাব করেছেন, হলের বর্তমান নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ রাখা হোক।

শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তাদের কাছে একটি বিতর্কিত অধ্যায়ের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তারা দাবি করেছেন, বিগত ১৬ বছরে সরকারের দমনমূলক শাসন এবং জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের ভাষায়, “বর্তমান নাম বহাল রাখা মানে আমাদের আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।”

তারা আরও বলেছেন, ‘বিজয়-২৪’ নামটি জুলাই বিপ্লবসহ অন্যান্য আন্দোলনের প্রতি তাদের শ্রদ্ধার প্রকাশ করবে। একই সঙ্গে, হল থেকে রাজনৈতিক প্রতীক এবং মুরাল অপসারণেরও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন, “শিক্ষার্থীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং ঐতিহাসিক মূল্যায়নের ভিত্তিতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *