পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশন (কৃষি বিশ্ববিদ্যালয়) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয় ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, যিনি কৃষি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।
অনুষ্ঠান শুরুর সময় পবিপ্রবি’র উপাচার্য কলেজ অব প্লান্ট প্রটেকশনের চারজন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চায়না বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মধ্যে ছিলেন, কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ, প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, এবং প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি।
অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি গত ২৫ বছর ধরে দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মানের জ্ঞান বিতরণ করছে। এরই ফলস্বরূপ কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণায় আরও নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এছাড়া, পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. ইমাদুল হক প্রিন্স উপস্থিত ছিলেন।
—