শিরোনাম

পবিপ্রবি বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন: শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিজয়-২৪ হল’

Views: 7

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ রাখা হয়েছে। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে শিক্ষার্থীরা পূর্বের নাম ফলক ভেঙে নতুন ব্যানার টানিয়ে এই নামকরণ করেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এই নামকরণ জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে করা হয়েছে। পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফরিদুল ইসলাম বলেন, “আমরা ফ্যাসিস্ট প্রতীককে উপড়ে দিয়ে শিক্ষার্থীদের চেতনার প্রতীক হিসেবে বিজয়-২৪ নামকরণ করেছি।” একই কথা বলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান। তিনি বলেন, “জুলাই বিপ্লব আমাদের চূড়ান্ত বিজয়ের চেতনা। আমরা যেনো সবসময় এই চেতনায় অটল থাকতে পারি, সেজন্য হলের নাম বিজয়-২৪ রাখা হয়েছে।”

এ বিষয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. মাসুদুর রহমান জানান, “নাম পরিবর্তনের বিষয়টি শুনেছি, তবে এটি রিজেন্ট বোর্ডের অনুমোদন ছাড়া সম্ভব নয়।”

পবিপ্রবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, “নাম পরিবর্তনের বিষয়ে স্মারকলিপি পাওয়া গেছে। তবে দাপ্তরিকভাবে নাম পরিবর্তনের জন্য রিজেন্ট বোর্ডের অনুমোদন প্রয়োজন।”

উল্লেখ্য, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সরকারি স্থাপনার নাম ‘বিজয়-২৪’ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। গত নভেম্বর মাসে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছিল, যেখানে নাম পরিবর্তনের দাবির কথা উল্লেখ করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *