পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে দুই মাস পূর্ণ করেছেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বরেণ্য এই শিক্ষাবিদ ও গবেষক তাঁর স্বল্প মেয়াদকালেই প্রশাসনিক দক্ষতা ও দৃঢ় নেতৃত্বে প্রশংসিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এই দুই মাসে ড. রফিকুল ইসলাম সেশনজট নিরসন, অবকাঠামো উন্নয়ন, এবং প্রশাসনিক গতিশীলতা আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। ৪৬০ কোটি টাকার মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি তিনি ক্যাম্পাসকে শতভাগ মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে ডোপ টেস্ট চালু এবং র্যাগিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের সম্মানী দ্রুত প্রদান, শিক্ষার্থীদের ডাটা প্যাকেজ দেওয়া, লাইব্রেরি ও মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, এবং খাবারের মান উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়া, পরিবহন খাতে স্বয়ংসম্পূর্ণতা এবং প্রশাসনিক ভবনগুলোতে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেছেন।
উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। নিয়মিত ক্লাসরুম পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন। পীর তলা বাজারের খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষা ও গবেষণায় পবিপ্রবি দেশের মধ্যে একটি অনন্য বিশ্ববিদ্যালয়। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের অবকাঠামোত্মক দুর্বলতা থাকবে না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করছি।”
পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি দ্রুত হচ্ছে এবং পবিপ্রবি এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম