পটুয়াখালীর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপি) অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে পরকীয়ার কারণে স্ত্রীকে নির্যাতন করে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমা দেবনাথ, তার ৪ বছর বয়সী কন্যাসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডের এলিট হোমস ভবনের ৫ তলায় বসবাসরত সোমা দেবনাথ জানান, “সম্প্রতি আমার স্বামী আমাকে জানিয়েছেন যে তিনি আরেকটি বিয়ে করেছেন। এর পর থেকেই আমাদের সংসারে অশান্তি শুরু হয়। গত ৩০ অক্টোবর থেকে বাসার গ্যাস ও পানির সংযোগ বন্ধ করে দেয়, এবং ৪ নভেম্বর বিদ্যুৎ লাইনও কেটে দেয়। এখন আমার ছোট্ট সন্তান নিয়ে অন্ধকার ঘরে কোনো রকমে দিন কাটাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমার স্বামী দুলাল চন্দ্র দেবনাথ একজন মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে আমাকে ও আমার সন্তানকে তাড়ানোর চেষ্টা করছেন। তিনি বাজার-সদাই পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, আমাদের অবস্থা খুবই করুণ।”
অভিযোগের বিষয়ে দুলাল চন্দ্র দেবনাথ জানান, “আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর আমি সোমাকে বিয়ে করি। কিন্তু সে আমার আগের পক্ষের সন্তানকে নির্যাতন করত এবং অন্য একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল। তাই ক্ষিপ্ত হয়ে আমি এই পদক্ষেপ নিয়েছি।”
এদিকে, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন জানান, “সোমা দেবনাথের পক্ষ থেকে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে দুলাল চন্দ্র দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে দুলাল চন্দ্র দেবনাথ তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে আসছেন। তাদের অভিযোগ অনুযায়ী, প্রথমে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে পৌঁছায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ ইমতিয়াজ জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। ভুক্তভোগী পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম