শিরোনাম

পরকীয়া সন্দেহে স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যা : দুমকিতে গ্রেপ্তার সেই আনিছ

Views: 55

পটুয়াখালী প্রতিনিধি :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান আনিছকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে পটুয়াখালীর দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে নুরুজ্জামানকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত হতে রূপগঞ্জ থানার যোগাযোগ করলে ওসি লিয়াকত আলী জানান, গত ৬ সেপ্টেম্বর উপজেলার তেতলাবো এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী রোকসানার সাথে ঝগড়া হয় স্বামী গার্মেন্টসকর্মী নুরুজ্জামান আনিছের। এর জের ধরে ৭ সেপ্টেম্বর ভোররাতে স্ত্রী রোকসানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার স্বামী। এসময় পাঁচ বছরের শিশু জান্নাত কান্নাকাটি করলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে ওইদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু কন্যা জান্নাত। এ ঘটনায় নিহত রোকসানার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ঘাতক নুরুজ্জামান আনিছ।

সোমবার রাতে র‌্যাব-৮ ও ১১ যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার নুরুজ্জামান আনিছকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *