শিরোনাম

পরিচয় গোপন করে সংবাদ সম্মেলনে সাদপন্থীরা!

Views: 71

চন্দ্রদ্বীপ নিউজ: আজ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১২টায় একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিচয় গোপন করে তাবলীগ জামাতের সাদপন্থীরা এই সংবাদ সম্মেলন করেন বলে অভিযোগ উঠেছে।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান- সেখানে সাদপন্থীরা নিজেদের পরিচয় গোপন করে নিরপেক্ষ হিসাবে পরিচয় দিয়েছে।

সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কারা বা আপনারা কোন পক্ষ?
উত্তরে ওনারা জানান, আমরা নিরপেক্ষ।

অথচ উনারা কট্টর সাদপন্থী। এর প্রমাণ ওনারা নিজেরাই রেখে গেছেন। (ছবি দুটো লক্ষ করলে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে)

গত ২৩ শে ডিসেম্বর ২০২৪, রিপোর্টার্স ইউনিটিতে সাদপন্থীদের প্রতিনিধি হিসেবে যারা সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাদের ভেতরে প্রফেসর মঞ্জুর নামে পরিচিত এক সাদপন্থী ব্যক্তি আজও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। এবং সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই মিডিয়া সমন্বয়ক প্রশ্ন রাখেন কেন তারা পরিচয় গোপন করছেন? কেন জাতির বিবেক সাংবাদিক ভাইদের সামনে ভুল তথ্য পেশ করলেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?

প্রসঙ্গত, প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীরা নৃশংস হামলা ও হত্যাযজ্ঞ চালায়। এরপরে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক তাবলীগের সাথী তওবা করে সাদ পন্থী থেকে শুরায়ী নিজামের অধিনে মেহনত শুরু করেন।

খবর প্রেসবিজ্ঞপ্তি’র

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *