ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপ, গুণ আর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করেছেন অগণিত ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ে ও জীবন সম্পর্কে অকপটভাবে কথা বলেছেন তিনি।
পরীমণি বলেন, “মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয়নি। একবার হয়েছিল, তবে বাচ্চা হওয়ার পর সব শেষ হয়ে যায়। এসব নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”
জীবনকে সাধারণভাবে দেখার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, “আমার পাশে কেউ নেই যে আমাকে সান্ত্বনা দেবে, কান্নার সময় কাঁধে হাত রাখবে। আমি নিজেই নিজেকে সামলাই। জীবন সহজভাবে দেখি। যদি জানতাম কীভাবে সব ঠিক রাখতে হয়, তাহলে হয়তো ভুল থাকত না।”
পরীমণি বলেন, “অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নেই। আমি বাঁচতে ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে, তাকে তো এগিয়ে যেতেই হবে।”
ব্যক্তিত্বের বিষয়ে পরীমণি জানান, “আমার কথা বলার একটা জোন আছে। দুই-চার মিনিটেই বুঝে যাই কার সঙ্গে সময় কাটানো সম্ভব। যেখানে জমে না, সেখানে আমি থাকি না।”
পরীমণির এই খোলামেলা সাক্ষাৎকার তার ভক্তদের জন্য নতুন এক দিক উন্মোচিত করেছে। নিজের জীবনের ওঠা-পড়াকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা তাকে এগিয়ে যেতে প্রেরণা জোগায়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম