চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ শীঘ্রই মুক্তি পাচ্ছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে পরীমণি তার ফেসবুক পেজে এই সুখবরটি শেয়ার করেছেন। মিষ্টি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “রঙ্গিলা কিতাব এর সুপ্তি! আসছে ০৮ নভেম্বর হইচইতে।”
পরীমণির আগে, হইচই প্ল্যাটফর্ম থেকেও সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অনম বিশ্বাস পরিচালিত এ ওয়েব সিরিজটি আসছে ৮ নভেম্বর। সিরিজটির প্রধান চরিত্রে রয়েছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। সিরিজের পোস্টারে ইমরানকে বন্দুক হাতে দেখা গেছে, অন্যদিকে তিনি নায়িকা পরীকে ধরে আছেন।
‘রঙিলা কিতাব’ উপন্যাস থেকে ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। ভালোবাসা, রহস্য এবং উত্তেজনায় ভরপুর এই সিরিজটি পরীমণির প্রথম ওয়েব সিরিজ হিসেবে দর্শকদের সামনে আসছে।