শিরোনাম

পলান সরকারের গল্প নিয়ে রাজশাহীতে সিনেমা

Views: 3

রাজশাহীর বইপ্রেমী মানুষদের প্রেরণার নাম পলান সরকার। নিজের টাকায় বই কিনে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়ে তুলেছিলেন তিনি। সেই অনন্য মানুষকে নিয়েই নির্মিত হচ্ছে সিনেমা। ছবির নাম এখনো প্রকাশিত না হলেও এটি পরিচালনা করছেন জহির রায়হান।

রাজশাহীর কাকনহাটে পৌষের শীতে শুরু হয়েছে সিনেমার শুটিং। এতে পলান সরকারের ভূমিকায় অভিনয় করছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। তার সঙ্গে আছেন জাকিয়া বারী মম, সুষমা সরকার, নরেশ ভূঁইয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। স্থানীয় নাট্যকর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। নিজের প্রচেষ্টায় বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বই বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তিনি। বই পড়া শেষে তা বদলে আরেকটি বই দিয়ে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়েছেন। ২০১১ সালে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন।

পলান সরকারের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু জানান, “পলান সরকারের জীবন কাহিনি নিয়ে কাজ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। শুটিংয়ের লোকেশন ও পরিবেশও খুব সুন্দর, যা দর্শকদের জন্য উপভোগ্য হবে।”

এই সিনেমার অন্যতম আকর্ষণ ফজলুর রহমান বাবুর পাশাপাশি জাকিয়া বারী মম ও সুষমা সরকারের মতো প্রতিভাবান অভিনয়শিল্পীরা। রাজশাহীর চেনা পরিবেশে শুটিং হওয়ায় এর সৌন্দর্য ফুটে উঠবে বলে আশা করছেন নির্মাতা।

২০১৯ সালে ৯৮ বছর বয়সে প্রয়াত হন পলান সরকার। কিন্তু তার কাজ ও আদর্শ আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবন কাহিনির এই সিনেমা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *