ঢাকাই চলচ্চিত্রে পাইরেসি দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা। যদিও বর্তমানে এটি কিছুটা কমেছে, তবে সিনেমা নির্মাতারা এখনও সতর্ক থাকেন। এর মধ্যেও আলোচিত সিনেমাগুলো মাঝেমধ্যেই পাইরেসির শিকার হয়। এবার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই পাইরেসির কবলে পড়েছে। ইউটিউবে ছড়িয়ে পড়েছে সিনেমাটি।
গত ১৫ নভেম্বর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’, যা বাংলাদেশের বাইরে কয়েকটি দেশেও প্রদর্শিত হয়েছে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। শাকিব খানের প্রথম সর্বভারতীয় এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিওসহ আরও অনেকে।
পাইরেসি ঢাকাই চলচ্চিত্রের জন্য বারবার ধাক্কা হয়ে এসেছে। এর আগে শাকিব খান অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘তুফান’ সিনেমাগুলোও একই সমস্যায় পড়েছিল। বিশেষ করে, গত ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘তুফান’ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির নয় দিনের মাথায় পাইরেসির শিকার হয়।
পাইরেসি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।