শিরোনাম

পাকিস্তানের ‘নায়ক’ ইমরান হলে ‘খলনায়ক’ আাসিফ মুনির

Views: 39

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানের নির্বাচন পরবর্তী সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে ইমরান খানকে যদি নায়ক বলা যায় তাহলে নিশ্চিত খলনায়ক হবেন সেনাপ্রধান আসিফ মুনির। কেননা ইমরান খান এবং তার দলের পরাজয় নিশ্চিত করার জন্য সামর্থ্যের সবটুকু করেছেন এই সেনা প্রধান।  কিন্তু  ব্যালটের কাছে বরাবরের মতো পরাজিত হয়েছে বুলেট।

সকল ষড়যন্ত্রের ছক ছিন্ন করে এগিয়ে আছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এমতাবস্থায় সামরিক বিবৃতি দিয়েছেন সেনাপ্রধান আসিফ মুনির।

যাতে তিনি বলেন, পাকিস্তানকে নির্বাচন পরবর্তী ‘নৈরাজ্য ও মেরুকরণ’ থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি বাদ দিয়ে এগিয়ে যেতে হবে।

আসিম মুনির বলেন, জাতির নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল হাত এবং একটি নিরাময় স্পর্শ প্রয়োজন।

জানা গেছে, পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের। ২৬৬ আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থী গুলিতে নিহত হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ হয়েছে ২৬৫ আসনে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *