শিরোনাম

পাকিস্তানে গির্জায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

Views: 53

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: গতকাল বুধবার ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী ফয়সালাবাদের উপকণ্ঠে একটি খ্রিষ্টানঅধ্যুষিত এলাকায় শত শত মুসলিম হামলা চালান। তাঁরা গির্জায় আগুন ধরিয়ে দেন।

এ দিনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানে কোরআন অবমাননার খবরে গির্জা ও বাড়িঘরে হামলা করা হয়েছে। এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
বেদান্ত প্যাটেল আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র মুক্তমতকে সমর্থন করে। সহিংসতা কিংবা সহিংসতার হুমকি কখনো মত প্রকাশের গ্রহণযোগ্য ধরন হতে পারে না।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে ধর্ম অবমাননার মতো বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশটিতে ইসলাম ধর্ম কিংবা ইসলাম ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের অবমাননার দায়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ারও বিধান রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *