Views: 18
চন্দ্রদ্বীপ নিউজ :: পাকিস্তানে একটি পুলিশ ভ্যানে চালানো রকেট হামলায় অন্তত ১২ জন পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় টহলে বের হয়। রহিম ইয়া খান এলাকার মাচকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুটি ভ্যানে অন্তত ২০ জন পুলিশ ছিলেন। তারা বৃষ্টির পানিতে আটকা পড়েছিলেন। তখনই হামলা চালানো হয়।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশ সদস্যদের শহীদ হিসেবে অভিহিত করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুলিশদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। সে সঙ্গে ওই এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।