শিরোনাম

পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসা জাহাজের পণ্য: জানানো হলো বিস্তারিত

Views: 13

পাকিস্তান থেকে প্রথমবার সরাসরি বাংলাদেশে আসা কনটেইনারবাহী জাহাজটির পণ্য নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। গত বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানের করাচি বন্দর থেকে যাত্রা করা ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়ে। একাত্তরের মুক্তিযুদ্ধের পর প্রায় পাঁচ দশক পর পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে পণ্যবাহী জাহাজ আসায় এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে গণ্য হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানালেন, জাহাজটিতে মোট ৩৭০টি কনটেইনার ছিল, তবে এসব কনটেইনারে কী ধরনের পণ্য ছিল তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার মো. সাইদুর রহমান জানান, এসব কনটেইনারের মধ্যে ফ্রেবিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট সহ বেশ কিছু পণ্য রয়েছে। এছাড়া, ৪২টি কনটেইনারে পেঁয়াজ এবং ১৪টি কনটেইনারে আলু ছিল।

এছাড়া, পাকিস্তান থেকে আসা কনটেইনারগুলোর মধ্যে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাঁচামাল এবং কাঁচ শিল্পের উপকরণও অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকটি কনটেইনারে খেজুর, মার্বেল ক্লক, কপার ওয়্যার, জিপসাম, লোহা ইত্যাদিও রয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, সাধারণত পাকিস্তান থেকে পণ্য শ্রীলঙ্কায় খালাস হয়ে বাংলাদেশে আসে, কিন্তু এবার প্রথমবারের মতো সরাসরি পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য এসেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *