চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর বিশ্বকাপের ঠিক আগে হেড কোচের দায়িত্ব পাওয়া গ্যারি কারস্টেনের বিস্ফোরক এক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে রেখেছে।
তিনি পাকিস্তান দল নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, ‘পাকিস্তান দলের মধ্যে কোন ঐক্য নেই। এটাকে একটা দল বলা হলেও এটা আসলে কোন দলের প্রতিচ্ছবি নয়। তারা কেউ কাউকে সমর্থন করে না, প্রত্যেকে একে অপরের থেকে বিচ্ছিন্ন। এক জন ডানে তো অন্য জন বাঁয়ে।’
তিনি আরও বলেছেন, ‘আমি এখন পর্যন্ত অনেক দলের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন পরিস্থিতি আগে দেখিনি।’ গ্যারি কারস্টেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের কোচ। এছাড়া নিজ দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে কাজ করেছেন তিনি। আইপিএলে গুজরাট টাইটান্সের হেড কোচও।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছেন, বিস্ফোরক এই মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে বা জনসম্মুখে করেননি কারস্টেন। তিনি নাকি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে ওই মন্তব্য করেছেন। যা ড্রেসিংরুমের কোন সদস্য মিডিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন।
পিসিবির একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ড্রেসিংরুমের কিছু কথা ফাঁস করা হয়েছে। তবে তারা বিশ্বাস করেন, কারস্টেন ঐক্য নেই, বিচ্ছিন্ন বা আরও কড়া কড়া যেসব কথা সংবাদ মাধ্যমে এসেছে তা বলেননি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন।
বিষয়টি নিয়ে কারস্টেনের সঙ্গে যোগাযোগ করেছিল ক্রিকবাজ। তবে প্রোটিয়া কোচ জানিয়েছেন, তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। সামাজিক মাধ্যমে তার বরাতে কী হচ্ছে তার জানা নেই। এছাড়া তিনি কিছু বললে সংবাদ সম্মেলন করে বলবেন বলেও জানিয়েছেন।